ডক্টর এশরার লাতিফ একজন বাংলাদেশি স্থপতি। ১৯৯৯ সালে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে বি আর্ক ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশে কিছুদিন প্রাকটিস করার পড়ে উনি ইউনাইটেড কিংডম থেকে মাস্টার্স ও ডক্টরেট করেন। বর্তমানে তিনি কার্ডিফ ইউনিভার্সিটির ওয়েলশ স্কুল অফ আরকিটেক্টার এর লেকচারার। তা ছাড়াও তিনি স্থাপত্য ও মেটেরিয়াল বিষয়ক রিসার্চ এর সাথে যুক্ত।